রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে যুব মোর্চার মিছিল শহরে

আগরতলা : সরকারি চাকুরী ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ৫ জুলাই এই ঘোষণা দিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তে খুশি বিজেপি যুব সংগঠন। শুক্রবার ভারতীয় জনতা পার্টি টাউন বড়দোয়ালী মন্ডলের যুব মোর্চা রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে ধন্যবাদ জানিয়ে আগরতলা শহরে মিছিল করে। এদিন রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন বিজেপি টাউন বড়দোয়ালী মন্ডলের সভাপতি সঞ্জয় সাহা, যুব নেতা পদ্মনাভ সাহা সহ অন্যরা।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি

দক্ষিণ জয়নগরে নড়বড়ে সেতুর স্থানে নতুন বেইলি ব্রিজ – জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ