আগরতলা : বিরোধীরা বুঝে গেছে তাদের জামানত জব্ধ হবে। বহু ক্ষেত্রে তারা তাদের প্রচার অভিযান শুরু করতে পারে নি। কারন তাদের লোক নেই। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বললেন বিজেপি মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য। তিনি বলেন বিরোধীরা আশায় বুক বাঁধছেন নিরব বিপ্লব হবে।রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যেন নিজের গরিমা বজায় রাখেন তার অনুরোধ জানান নবেন্দু ভট্টাচার্য।মানুষকে অপমান করাতে থেকে বীর থাকার আহ্বান জানান বিজেপি মুখপাত্র। তিনি বলেন, কমিউনিস্টরা কতটা নারী বিরোধী তা পূর্ব আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মণকে নিয়ে কমিউনিস্টদের করা মন্তব্য থেকে মানুষ লক্ষ্য করছে। কমিউনিস্টরা মহিলাদের অপমান করার চেষ্টার ফল পাবে বলে দাবি করেন তিনি।
বিরোধীদের জামানত জব্দ হবে- নব্যেন্দু
229
previous post