33
আগরতলা : ট্রাফিক আইন লঙ্ঘন করে রাজধানীতে বাইক চালানোর অভিযোগ একাংশ যুবকের বিরুদ্ধে। অভিযোগ হোলি উৎসবের আনন্দে মাতোয়ারা একাংশ যুবক ট্রাফিক আইন ভঙ্গ করে শহরের বুকে সকাল থেকেই চালিয়ে যাচ্ছে মোটর বাইক। অভিযোগ নিয়ম ভঙ্গ করেই এক বাইকে একাধিক লোক নিয়ে শহরের চলাচল করার ছবি ধরা পড়েছে। শুধু তাই নয় হেলমেট ছাড়াই দিব্যি রাজধানীর বিভিন্ন জায়গায় একাংশ যুবক আইং ভঙ্গ করে চলেছে। অবশেষে পূর্ব ও পশ্চিম থানা এলাকার বিভিন্ন জায়গায় যানবাহন তল্লাশি চালায় পুলিস। আইন ভঙ্গ করে যারা বাইক নিয়ে রাস্তায় বের হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা মদ্যপ অবস্থায় বাইক চালিয়েছে তাদের আটকও করা হয়েছে বলে জানান সদর মহকুমা পুলিস আধিকারিক দেব প্রসাদ রায়।