আগরতলা : রঙের উৎসবের আনন্দে মেতে উঠলেন ছোট থেকে বড় আবাল বৃদ্ধ বনিতা সকলে। এই দোল উৎসবকে বসন্ত উৎসব নামেও পরিচিত৷ প্রতিবছর দোল পূর্ণিমার পরের দিন সর্বত্র হোলি খেলায় মেতে উঠেন আবাল-বৃদ্ধ-বনিতারা৷ ছেলে- মেয়েদের মধ্যে কোন ঘামতি নেই আধুনিকতার ছোঁয়ায় ডট কমের যুগেও হোলি খেলা নিয়ে। প্রতিবারের মতো এবারো হোলির দিনে শনিবার সকাল থেকে রঙ খেলায় মাতলেন সকলে। এদিন রাজধানীর বিভিন্ন জায়গায় যুবক- যুবতীরা রঙের উৎসব আনন্দ উল্লাসে গা ভাসান। হোলি খেলার এই দিনটি যেন সকলের কাছে সবচেয়ে বেশি আনন্দের৷ সকাল থেকে বিকেল পর্যন্ত পার্ক চত্বরে চলে রঙ খেলার ধুম। শুধু পার্ক চত্বর নয়, এছাড়াও বিভিন্ন জায়গায় সাউন্ড বক্স নিয়ে রঙ খেলায় মাতলেন যুবরা। তারা জানান এদিনে খুব আনন্দ হয়। অনেকেই রাজ্যের বাইরে থাকেন। তাই এদিনে বন্ধু বান্ধব সকলের সঙ্গে দেখার সুযোগ হয়। হোলি উৎসবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে আগরতলা শহরে যুবক- যুবতীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই। এক কথায় শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে হোলি উৎসব। এ যেন এক অনাবিল আনন্দে মাতোয়ারা হয়েছেন সকলে।
রঙের উৎসবের আনন্দে মেতে উঠলেন ছোট থেকে বড় আবাল বৃদ্ধ বনিতা সকলে
34