আগরতলা : ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। দীর্ঘ ৯ মাস লড়াইয়ের পর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। এই যুদ্ধে শহীদ হয়েছেন লাখ লাখ মানুষ। একে স্মরণে রেখে প্রতিবছর ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন করা হয়।আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসেও হয় অনুষ্ঠান এবারো।বুধবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সহকারী কমিশনার আরিফ মোহম্মদ সহ অন্যান্যরা। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন আরিফ মোহম্মদ। স্বাধীনতা যুদ্ধে যারা লড়াই করে শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানান তিনি। এদিন বিকেলেও রাজধানীর একটি বেসরকারি হোটেলে হয় অনুষ্ঠান।
বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও বিজয় দিবস পালন
30