আগরতলা : পরিবহণ দপ্তরের যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সংঘ পশ্চিম জেলা কমিটির। বৃহস্পতিবার সংগঠনের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয়। নেতৃত্বে ছিলেন সংগঠনের পশ্চিম জেলা কমিটির প্রভারি অমল গোপ। ৬ দফা দাবিকে সামনে রেখে পরিবহন দপ্তরের যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের নিকট ডেপুটেশান দেয় ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সংঘ। এদিন পশ্চিম জেলা ইরিক্সা শ্রমিক সংঘের কর্মী সমর্থকরা প্রথমে মিছিল করে পরিবহন ভবনের সামনে যান। সেখান থেকে এক প্রতিনিধি দল পরিবহন দপ্তরে গিয়ে যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের কাছে দাবি সনদ পেশ করে।প্রতিনিধি দলের পক্ষ থেকে এদিন যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এখন দেখার যুগ্ম কমিশনার সমস্যা নিরসনে কি পদক্ষেপ নেয়? তাদের দাবির মধ্যে রয়েছে অন্য রাজ্যের মতো ত্রিপুরায়ও ফিটনেস ফাইন বন্ধ, অটো পারমিট বন্ধ করার।
৬ দফা দাবিতে পরিবহন দপ্তরের যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশান
24