আগরতলা : সিপিএম-র ২৪ তম পার্টি কংগ্রেস শুরু তামিলনাড়ুর মাদুরাইয়ে বুধবার থেকে। ৬ এপ্রিল পর্যন্ত চলবে এই পার্টি কংগ্রেস।রাজ্য থেকে ৪৮ জন প্রতিনিধি পার্টি কংগ্রেসে অংশ গ্রহণ করেছে। বুধবার মাদুরাইয়ে যখন লাল পতাকা উত্তোলন করা হয় তখনই সম্মেলনকে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে রাজ্যেও সিপিএম অফিস গুলিতে পতাকা উত্তোলন করা হয়। তারই অঙ্গ হিসাবে মেলারমাঠ সিপিআইএম রাজ্য কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম নেতৃত্ব ভানু লাল সাহা। পাশাপাশি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সকলে।। সিপিআইএম নেতা ভানুলাল সাহা জানান পার্টি কংগ্রেসে সিপিআইএম পার্টির খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতির বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবং আগামী তিন বছরের জন্য রণ কৌশল নির্ধারন করা হবে। এদিন সেখানে উপস্থিত ছিলেন সিপিএম নেতা শুভাশিস গাঙ্গুলি, ঝলক মুখারজি, মতি লাল সরকার সহ অন্যরা।
সিপিএম রাজ্য দপ্তরেও লাল পতাকা উত্তোলন করা হয় পার্টি কংগ্রেসকে সংহতি জানিয়ে
19
previous post