আগরতলা : দুই বছর অতিক্রম হলেও এখনও নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি জেল ওয়ার্ডেনের। এই অবস্থায় দ্রুত লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে ফের সরব চাকরি প্রত্যাশীরা।জেল পুলিশের আইজি-র কাছে সোমবার ডেপুটেশন দিল জেল ওয়ার্ডেন পদের চাকরি প্রত্যাশীরা। একই দাবিতে এই চাকরি প্রত্যাশীরা একাধিকবার জেল পুলিশের আইজি-র কাছে ডেপুটেশন প্রদান করেছে এর আগেও। অভিযোগ এর পরেও কোন সুরাহা হয়নি। চাকরি প্রত্যাশীরা জানায় ২০২২ সালের ডিসেম্বর মাসে জেল পুলিশের ওয়ার্ডেনের ২৪৯ টি শূন্য পদে লোক নিয়োগের জন্য শারীরিক মাপ নেওয়া হয়। তারপর এই নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। তারা একাধিকবার জেল পুলিশের আইজি-র নিকট ডেপুটেশন প্রদান করেছে শারীরিক মাপের তালিকা প্রকাশ করে লিখিত পরীক্ষা নিয়ে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। তাতেও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই এদিন ফের তারা জেল পুলিশের আইজি-র কাছে ডেপুটেশন দেয়। এখন দেখার কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয়।
থমকে রয়েছে জেল ওয়ার্ডেনের নিয়োগ প্রক্রিয়া
27