আগরতলা : ত্রিপুরা পুলিসে কনস্টেবল নিয়োগে অপেক্ষমাণ তালিকা প্রকাশ করার দাবি জানালেন বেকার যুবক- যুবতীরা। বৃহস্পতিবার তারা রাজধানীতে জড়ো হয়ে মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে এই আবেদন জানান। পাশাপাশি পুলিস সদর কার্যালয়ে স্মারকলিপিও জমা দেয় চাকরি প্রত্যাশীর। একি সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন আগামীতে পুলিস কনস্টেবল পদে লোক নিয়োগে যাতে বয়সের ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করেন। ২০২২ সালে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে ১০০০ টি শূন্য পদ পূরণের জন্য শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছিল। পরবর্তী সময় লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ২০২৫ সালের ৩ এপ্রিল মেধা তালিকা প্রকাশ করা হয়। চাকুরি প্রত্যাশীরা জানান নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ দিন চলার ফলে মেধা তালিকায় যাদের নাম প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে চাকুরি পেয়ে গেছে। তাই তাদের দাবি ওয়েটিং লিস্ট প্রকাশ করে শূন্য পদ গুলিতে অপেক্ষমাণ তালিকায় যাদের নাম থাকবে তাদেরকে সুযোগ দেওয়া হোক। পাশাপাশি তাদের দাবি তাদের মধ্যে অনেকে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। তাই সামনে পুলিস কন্সতেব্লে নিয়োগের ক্ষেত্রে তারা যাতে সুযোগ পায় সে ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়ার জন্য।
মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন চাকরিপ্রত্যাশীদের অপেক্ষামান তালিকা প্রকাশের
1
previous post