আগরতলা : বিজেপি জমানায় মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দলের রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচী সিপিআই-র। বিজেপি জমানায় জিনিসপত্রের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সম্প্রতি বেড়েছে বহু ওষুধের দাম। বেড়েছে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ৫০ টাকা করে। মানুষ বাজারে জিনিস পত্র কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে।এই অবস্থায় মানুষের আয় বাড়ছে না। এসবের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচী সিপিআই-র। রবিবার রাজধানীর কৃষ্ণনগর সিপিআই রাজ্য পরিষদের অফিসের সামনে বিক্ষোভ দেখায় দলীয় নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন সিপিআই নেতা ডাঃ যুধিস্টির দাস, মিলন বৈদ্য সহ অন্যরা। সিপিআই রাজ্য পরিষদের নেতা মিলন বৈদ্য বলেন, বর্তমান সরকারের নেতা- মন্ত্রীরা দাবি করেন স্বাস্থ্যের নাকি উন্নতি হয়েছে। কিন্তু জিবি সহ বিভিন্ন হাসপাতালে দেখা যায় স্বাস্থ্যের কি অবস্থা। নিত্যদিন রোগীর মৃত্যু হচ্ছে বিনা চিকিৎসায়। তাঁর অভিযোগ রেগা-টুয়েপের বকেয়া মজুরি মিলছে না শ্রমিকদের।
মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী
4