আগরতলা : মঙ্গলবারের পর বুধবারও টেট পরীক্ষার্থীরা টি আর বি টি অফিসে আসেন। তারা ক্ষোভ উগরে দেন। সম্প্রতি টিআরবিটি ২০২৪ সালের টেট- ওয়ান ও টুর পরীক্ষার চূড়ান্ত আনসার কি প্রকাশ করে। চূড়ান্ত আনসার কি প্রকাশের পর দেখা যায় মাত্র দুইটি প্রশ্নের ক্ষেত্রে পরীক্ষার্থীদের স্টার মার্ক দেওয়া হয়েছে। যদিও পরীক্ষার্থীরা ১২ থেকে ১৩ টি প্রশ্ন নিয়ে অভিযোগ তুলেছিল। তাদের অভিযোগ ছিল বেশকিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূত, আবার কিছু প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক রয়েছে। চূড়ান্ত আনসার কি প্রকাশ করার পর বুধবার পরীক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে টিআরবিটি অফিসের সামনে। পাশাপাশি তারা এইদিন টিআরবিটি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশান প্রদান করে দাবি জানায় চূড়ান্ত আনসার কি পুনঃবিবেচনা করা প্রকাশ করা হোক। পরীক্ষার্থীরা জানায় তারা ১৩ টি প্রশ্ন নিয়ে অভিযোগ জানিয়েছিল আনসার কি প্রকাশের পর। তারপর টিআরবিটি দুইটি প্রশ্নের ক্ষেত্রে স্টার মার্ক দিয়ে চূড়ান্ত আনসার কি প্রকাশ করেছে। চূড়ান্ত আনসার কি অনুযায়ী দেখা যাচ্ছে ২০২২ সালের টেট পরীক্ষায় যে প্রশ্নের উত্তর সঠিক বলে বিবেচনা করা হয়েছে। তারা টি আর বি টির ভূমিকায় ক্ষোভ জানান।
টি আর বি টির ভূমিকায় ক্ষোভ টেট পরীক্ষার্থীদের
29