আগরতলা : রাজধানীর বড়জলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করলো চোরের দল। চোরেরা স্কুল থেকে কম্পিউটারের সিপিইউ, বৈদ্যুতিন পাখা, বিদ্যুৎ প্রিবাহি তার সহ সাইন্স ল্যাব থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করে নিয়ে যায়। দুর্গা পূজা উপলক্ষ্যে এতদিন স্কুল বন্ধ ছিল। বৃহস্পতিবার স্কুল খুলেছে। এইদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। খবর দেওয়া হয় রাম নগর ফাঁড়ির পুলিসকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করে ঘটনার তদন্তে নেমেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান এইদিন বিদ্যালয়ের প্রাত বিভাগের এক শিক্ষক বিদ্যালয়ে গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করে ওনাকে ফোন করে। খবর পেয়ে তিনি দ্রুত বিদ্যালয়ে ছুটে যান। বিদ্যালয়ের ফিজিক্স ল্যাব থেকে অনেক কিছু মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোরেরা। এছারাও চোরেরা ৯ টি সিপিইউ, ৯ টি ইউপিএস, বিদ্যালয়ের মিড-ডে মিল রান্নার ঘর থেকে গ্যাসের সিলিন্ডার, বাসন পত্র এবং বিদ্যালয় থেকে বেশকিছু বৈদ্যুতিন পাখা চুরি করে নিয়ে গেছে চোরেরা। আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকার সামগ্রী চোরেরা চুরি করে নিয়ে গেছে বলে জানান তিনি। তিনি সন্দেহ প্রকাশ করেন নেশাগ্রস্ত যুবকরা এই চুরির ঘটনা সংগঠিত করতে পারে। তিনি চুরির ঘটনার বিষয়ে শিক্ষা দপ্তর ও জেলা শিক্ষা আধিকারিককে অবগত করেছেন বলেও জানান।
রাজধানীর বড়জলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে থাবা বসালো চোরের দল।
25