আগরতলা : রাজ্য সফরে এলেন প্রদেশ যুব কংগ্রেসের নব নিযুক্ত ইনচার্জ তথা সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক হারগুন সিং। শুক্রবার তিনি প্রদেশ কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন। উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নিল কমল সাহা সহ অন্যান্যরা। বৈঠক শেষে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নিল কমল সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সকলের জিবনে খেলাধুলা অত্যন্ত জরুরি। ত্রিপুরা রাজ্যে দেখা গেছে খেলা ধুলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যুবকরা। মাঠ গুলি ফাকা। মাঠের গ্যালারিতে বসে নেশা সেবন করছে। এইটা ত্রিপুরা রাজ্যের জন্য ভয়ানক। এনএসআরসিসি তৈরি করা হয়েছে রাজ্যের ছেলে মেয়েদের খেলা ধুলার জন্য। এইবার দুর্গা পূজার সময় দেখা গেছে এনএসআরসিসি-তে জলসার আয়োজন করা হয়েছে। কিছু দিন পূর্বে এনএসআরসিসি-কে একজন প্রভাবশালী ব্যক্তির মেয়ের বিয়ের বড় যাত্রীদের জন্য ভাড়া দেওয়া হয়েছে। এইটা লজ্জার বিষয়। ত্রিপুরা রাজ্যে খেলা ধুলার জগৎ-কে বাণিজ্যে পরিণত করেছে বিজেপি।
ত্রিপুরা রাজ্যে খেলা ধুলার জগৎ-কে বাণিজ্যে পরিণত করেছে বিজেপিঃপ্রদেশ যুব কংগ্রেস সভাপতি
20