আগরতলা : সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির ২১ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। ১৩ ডিসেম্বর রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে প্রকাশ্যে সমাবেশের মধ্যদিয়ে সম্মেলন শুরু হবে। সম্মেলন মঞ্চ হবে কমরেড শেফালি মজুমদার ও গৌরি পালের নামে। নগর হবে কমরেড মিনু সাহা, কমরেড পূর্ণিমা সিনহা, কমরেড হেমাঙ্গ প্রভা দত্ত এবং কমরেড নির্মলা সিনহার নামে। ১৩ ডিসেম্বর দুপুর ১২ টায় প্রকাশ্য সমাবেশে সমগ্র রাজ্য থেকে নারীরা অংশগ্রহণ করবে। সংগঠনের রাজ্য সম্মেলনকে সামনে রেখে প্রাথমিক স্তরের সম্মেলন করা হয়েছে। প্রাথমিক স্তরে প্রায় ১ হাজার ৪৭৮ টি সম্মেলন করা হয়েছে। এই সম্মেলন গুলিতে প্রায় ১৩ হাজার নারী অংশগ্রহণ করেছে। প্রাথমিক স্তরের সম্মেলনের পর অঞ্চল সম্মেলন ও ২৪ টি মহকুমায় মহকুমা সম্মেলন এবং ৮ জেলায় জেলা সম্মেলন করা হয়েছে। শাসক দলের বাধা উপেক্ষা করে সম্মেলন গুলি করা হয়েছে। রাজ্য সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে উপস্থিত থাকবেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি, সম্পাদক ও রাজ্যের বিরোধী দলনেতা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে সংগঠনের নেতৃত্বরা এই সংবাদ জানান।
প্রকাশ্য সমাবেশের মধ্যদিয়ে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির ২১ তম রাজ্য সম্মেলন শুরু ১৩ ডিসেম্বর
7
previous post