138
আগরতলা : কিছুদিন আগে জাতীয় লোক আদালত9
দে মাধ্যমে সফলতা পাওয়া গেছে। এর পরে বিভিন্ন আদালত থেকে তথ্য সংগ্রহ করা হয় ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের তরফে। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত জেলা –মহকুমা আদালত গুলিতে ৪৭৮০৯ টি মামলা রয়েছে। এর মধ্যে ফৌজদারি মামলা রয়েছে ৩৫৯১৩ টি। শনিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সব্যসাচী দত্ত পুরকায়স্থ। উপস্থিত ছিলেন উপসচিব হেনা বেগম। সদস্য সচিব জানান, ৮ অক্টোবর বিশেষ লোক আদালত বসবে। ৩৩ টি বেঞ্চে বসবে বিশেষ লোক আদালত। নিস্পত্তির জন্য তোলা হবে আনুমানিক ২২ হাজার ৮৮৯ টি মামলা। উক্ত লোক আদালতে উপস্থিত থেকে সকলকে দ্রুত মামলা নিস্পত্তির সুযোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।