আগরতলা : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যেও বৃষ্টি। শুক্রবার বৃষ্টিতে ছন্দপতন। অতি গভীর নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকেই ইলশে গুড়ি বৃষ্টি হয় রাজধানী সহ বিভিন্ন জায়গায়। মাঝ রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়ে। শুক্রবার ভোর থেকে রাজ্যের প্রায় সর্বত্র বৃষ্টি শুরু হয়। বৃষ্টির ফলে স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়ে। অফিস আদালত, স্কুল কলেজে ছাত্রী সহ অফিস কর্মীদের যেতে সমস্যায় পড়তে হয়। রাজধানীতেও এই ছবি ধরা পড়ে। বৃষ্টির জেরে শহরে যানবাহনের সংখ্যা কম ছিল। অনেক দোকান পাটও বন্ধ ছিল।রাস্তা ঘাটে লোকজন তেমন ছিল না। ছাতা- রেনকোট পড়েই প্রয়োজনে লোকজন বাড়ি থেকে বের হয়েছেন। বৃষ্টির ফলে শীতের মরশুম হওয়ায় শীতও অনুভব হতে থাকে। অনেকেই শীত বস্ত্র পরিধান করে বাড়ি থেকে বের হয়েছেন এদিন। শনিবারও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।
ঘূর্ণিঝড় মিধিলি প্রভাত রাজ্যেও
220