129
আগরতলা : রাজ্যেও জাঁকিয়ে পড়তে শুরু করেছে শীত। এই শীতে অনেক দুঃস্থ পরিবার রয়েছে তাদের প্রয়োজনীয় গরম পোশাক- কাপড় নেই। কিংবা অনেকের নেই লেপ কিংবা কম্বল। এতে কষ্টের মধ্য দিয়েই রাত্রি যাপন করতে হয়। এসব লোকজনের কথা চিন্তা করে বনমালিপুর মণ্ডল এলাকায় দুঃস্থদের মধ্যে কম্বল বিলি করার সিদ্ধান্ত নিল বিজেপি। বুধবার রাজধানীর মঠ চৌমুহনী মণ্ডল অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে ৫১ টি ওয়ার্ডের ৫১ জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়।বিজেপি বনমালীপুর মণ্ডলের সঙ্গে সহযোগিতায় ছিলেন টি আর পি সির কর্মচারীরা। উপস্থিত ছিলেন বিজেপি বনমালী পুর মণ্ডল সভাপতি চন্দ্র শেখর দে সহ বিভিন্ন কার্যকর্তারা। কম্বল পেয়ে খুশি দুঃস্থ পরিবারের লোকজন।