আগরতলা : ফের ফলাফল প্রকাশ করে এস টি জি টি উত্তীর্ণদের এক সঙ্গে নিয়োগের দাবি জানালেন চাকরি প্রত্যাশীরা। শনিবার তারা রাজধানীর ত্রিপুরা স্টেট উজ্জয়ন্ত মিউজিয়ামের সামনে বিক্ষোভ দেখান এবং সরকারের কাছে আবেদন রাখেন একসঙ্গে নিয়োগের। রাজ্যের বিদ্যালয় গুলিতে শিক্ষক স্বল্পতা। বিশেষ করে নবম ও দ্বাদশ শ্রেণীতে। অভিযোগ বিগত ৫ বছরে এস টি জি টি নিয়োগ খুব হয়েছে। এই অবস্থায় শিক্ষকের দাবিতে প্রায়শই রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলনে নামছেন পড়ুয়ারা। তাই শিক্ষক স্বল্পতা দুরী করণের জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবি ২০২২ সালের এস টি জি টি উত্তীর্ণদের। তারা জানান, প্রায় ১ বছরের বেশি সময় হয়ে গেলেও তাদের নিয়োগ হচ্ছে না। কখনো টি আর বি টি তো ক খনও ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করলেও সমস্যার স্মধান হচ্ছে না। পাশাপাশি চাকরি প্রত্যাশীদের অভিযোগ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও এখনও পর্যন্ত সুযোগ পাননি। শনিবার তারা করজোড়ে শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখেন তাদের বিষয়টি দেখার জন্য।
ফের একসঙ্গে নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের এস টি জি টি উত্তীর্ণরা
251
previous post