আগরতলা : ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য কাজ করছে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার। শুধু আগরতলা নয়, গ্রাম- পাহাড় সব জায়গায় বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এই রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষে মুখ্যমন্ত্রী দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে একথা বললেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, সমাজের প্রতিটি অংশের মানুষের কাজ কাজ করছেন দেশের প্রধানমন্ত্রী। তাই দেশের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে প্রজাতন্ত্র দিবসে অসংখ্য ধন্যবাদ জানান রাজীব বাবু। শুক্রবার সকালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, সুবল ভৌমিক, নেতৃত্ব পাতাল কন্যা জমাতিয়া সহ অন্যরা। এদিকে আগরতলা পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনেও প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন নিগমের সহকারী কমিশনার সহ অন্যান্য কর্মচারীরা।
বিজেপি প্রদেশ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রদেশ সভাপতি
213