আগরতলা : আগামী দুর্গা পূজার আগে রাজধানীর এম বি টিলা বাজারের নির্মাণ কাজ শেষ করা হবে। পূজার আগেই ব্যবসায়ীদের জায়গা করে দেওয়া হবে ব্যবসার জন্য নতুন বাজার শেড। নির্মাণ কারী সংস্থা সঠিক ভাবে কাজ না করলে অন্য সংস্থাকে দেওয়া হবে বলে সোমবার সাফ জানিয়ে দেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।শহর দক্ষিনের এম বি টিলা বাজারকে সাজিয়ে তোলার জন্য নতুন ভাবে বাজার শেড নির্মাণ কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর হাত ধরে এর শিলান্যাস করা হয়েছিল। কিন্তু বাজার ব্যবসায়ীদের তরফে অভিযোগ উঠেছে নির্মাণ কাজ শ্লথগতিতে চলছে। সংশ্লিষ্ট ঠিকেদার ধিরগতিতে কাজ করে যাচ্ছেন। সেই অভিযোগের সত্যতা পেলেন নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সোমবার তিনি এম বি টিলা বাজারে যান। খতিয়ে দেখেন নির্মাণ কাজ। উনার সঙ্গে ছিলেন বিধায়ক মিনা রানী সরকার, মেয়র ইন কর্পোরেটর অভিজিৎ মল্লিক, কর্পোরেটর অলক রায়, বাপী দাস সহ ইঞ্জিনিয়ার ও বাজার কমিটির লোকজন। মেয়র জানান, লক্ষ্য দুর্গা পূজার আগে ব্যবসায়ীদের হাতে মার্কেট কমপ্লেক্সটি তুলে দেওয়া। এতে এজেন্সির কোন দুর্বলতা দেখা গেলে অন্য এজেন্সিকে নির্মাণের দায়িত্ব দেওয়া হবে।পাশাপাশি তিনি জানান, এম বি টিলা বাজার সংলগ্ন রাস্তায় বসে অস্থায়ী ভাবে যারা ব্যবসা করছেন তাদের বাজারের ভিতরে এসে ব্যবসা করার কথা বলা হবে। অন্যথায় সরিয়ে দেওয়া হবে যাতে রাস্তাটি চলাচলের সুবিধা হয়। এদিকে এদিন মেয়র স্থানীয় কর্পোরেটরদের নিয়ে পুর নিগমের ৩৯,৪৭,৪৮ এই তিনটি ওয়ার্ড ঘুরে দেখেন।এসব এলাকায় কি কি সমস্যা রয়েছে সে সম্পর্কে অবহিত হন।
আগামী দুর্গা পূজার আগে রাজধানীর এমবি টিলা বাজারের নির্মাণ কাজ শেষ করা হবে- মেয়র
165
previous post