202
আগরতলা : ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশ হয় যাতে হয় সেজন্য বর্তমান সরকার ক্রীড়াক্ষেত্রে বিশেষ গুরুত্র্ব দিয়েছে। শুধু তাই নয় ছেলে- মেয়েরা যাতে তাদের প্রতিভা তুলে ধরতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে দায়িত্ব পালন করে চলেছে সরকার।শুক্রবার পশ্চিম জেলা স্কুল বোর্ড-র উদ্যোগে এস এম কাপ ফুটবলের উদ্বোধন করে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।এদিন অরুন্ধতীনগর স্কুল মাঠে জেলা ভিত্তিক এই আসর। মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটের অলক রায় সহ অন্যরা। অনূর্ধ্ব-১৭ বালক- বালিকা, অনূর্ধ্ব- ১৪ বালিক বিভাগে প্রতিযোগিতায় ছেলে- মেয়েরতা বিভিন্ন জায়গা থেকে অংশ নেন।