127
আগরতলা : ড্রাগস সেবন করার অভিযোগে তিন যুবককে ধরে পুলিসে দিল জনতা।ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত করছে পুলিস। রাজধানীর রামনগর তিন নম্বর রোডে রয়েছে হাইকোর্টের স্টাফ কোয়ার্টার। অভিযোগ সেই কোয়ার্টারের এক আবাসিকের ঘরেই চলে ড্রাগস কেনা- বেচা ও সেবন। স্থানীয় যুবকদের কাছে খবর আসে কোয়ার্টারের একটি ঘরে বহিরাগতদের আনাগোনা ও ড্রাগসের সেবনের কথা। সোমবার যুবরা হাতেনাতে ধরে ফেলে তিনজনকে। এদের মধ্যে একজন কোয়ার্টারের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে ছুটে যায় রামনগর ফাঁড়ির পুলিস। পুলিস কোয়ার্টার থেকে প্রায় ৫০০ খালিসহ ভর্তি ১০ টি কৌটা উদ্ধার করে।