171
আগরতলা : সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা যুবককে জিবি হাসপাতালে নিয়ে গেল দমকল কর্মীরা। ঘটনা মঙ্গলবার। এদিন রাজধানীর রাধানগর রাধামাধব সংঘ এলাকায় এক অপরিচিত যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। তারা ছুটে গিয়ে যুবককে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে যুবকের মাথায় আঘাতের ছিহ্ন রয়েছে। কোথায় থেকে এই যুবক রাধানগরে এলো এবং কিভাবে আঘাত পেল এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। যুবকের নামধাম কিছুই জানা যায়নি।