149
আগরতলা : নিজেদের শীর্ষ স্থান ধরে রাখল কল্যাণ সমিতি। মঙ্গলবার ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় উমাকান্ত মাঠে মুখোমুখি হয় পুলিশ রিক্রিয়েশন ক্লাব ও কল্যাণ সমিতি। এদিন পুলিস রিক্রিয়েশনকে পরাজিত করে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রাখলো কল্যান সমিতি। পুলিশ রিক্রিয়েশন ক্লাবকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে কল্যান সমিতি। ম্যাচ শেষে জয়ী দলের কোচ রাজু লামা জানান আগামি রবিবার শক্তিশালী দলের সাথে খেলতে নামবে কল্যান সমিতি। লিগের পরবর্তী ৩ টি ম্যাচ কল্যান সমিতি শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামবে৷ সেখানেই দলের ফুটবলারদের লক্ষ্য থাকবে ম্যাচ থেকে পয়েন্ট সংগ্রহ করে নেওয়া।