আগরতলা : মার্চ মাসের ২৩ তারিখ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬ বাংলাদেশী নাগরিককে আগরতলা রেল পুলিস স্টেশন চত্বর থেকে আটক করে।আদালতে পেশ করে পুলিস রিমান্ড চায়। সেই মতো অনুমতি পাওয়ায় তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালায় পুলিস। তখনই আমতলী থানাধিন মতিনগর এলাকার পারুল আক্তার নামে এক মহিলার নাম উঠে আসে। পুলিস জানতে পারেন এই মহিলা রোহিঙ্গা কিংবা বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে এপারে আনতে সাহায্য করেন এমনকি তাদের থাকার ব্যবস্থাও করে দেন। পুলিস সেই মতো মহিলাকে গ্রেপ্তার করতে চাইলে তিনি পালিয়ে যান। পরে সোর্স মারফৎ পুলিস জানতে পারেন সোমবার রাতে বাড়িতে অবস্থান করছেন মহিলা। সেই মতো আমতলী থানা, বি এস এফ নিয়ে জি আর পি থানার পুলিস অভিযানে নামে। মঙ্গলবার ভোরে মহিলাকে গ্রেপ্তার করে আগরতলা সরকারি রেল পুলিস স্টেশনে নিয়ে আসেন। মহিলাকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এই ঘটনায় আর কেউ যুক্ত আছেন কিনা?উল্লেখ্য, ক্রমাগত অবৈধ ভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ ঘটছে ত্রিপুরায়। পরে রেলপথে তাদের ভারতের বিভিন্ন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে কাজের সন্ধানে কিংবা অন্য কাজে যুক্ত হয়ে পড়ছেন বলে অভিযোগ।
মানব পাচারে অভিযুক্ত মহিলা শ্রীঘরে
105
previous post