আগরতলা : নাশকতার আগুনে পুড়লো এক ব্যক্তির বসত ঘর।পুড়ে গেল নগদ অর্থ সহ স্বর্ণালংকার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে রাজধানী রামনগর চার নম্বর রোড এলাকায় ।সেখানকার বাসিন্দা ভোলানাথ সাহা। রাতের বেলা বাড়িতে কেউ ছিলেন না। আচমকা রাত আনুমানিক পৌনে এগারোটা নাগাদ ভোলানাথ সাহার ছেলের কাছে ফোন আসে বাড়িতে আগুন লাগার খবর। ঘটনা খবর পেয়ে তড়িঘড়ি তিনি বাড়িতে চলে যান। গিয়ে দেখেন দাউ দাউ করে জলছে আগুন। পুরো বাড়ি আগুনে লেলিয়ান শিখায় গ্রাস করে নেয় ।ঘটনা খবর পেয়ে ছুটে যায় দমকল কর্মীরা ততক্ষণে সবই শেষ। বিস্ফোরণ হয় গ্যাস সিলিন্ডারের। বাড়ির লোকজন জানান অগ্নিকান্ডে সমস্ত জিনিস পুড়ে গেছে। আগুনের হাত থেকে রক্ষা করা যায়নি নগদ সাড়ে পাঁচ লক্ষ টাকা ও বড় ভাইয়ের মেয়ের বিয়ের জন্য তৈরি করে রাখা পাঁচ ভরির উপর স্বর্ণালংকার। বাড়ির লোকজনের অভিযোগ কে বা কারা এ আগুন লাগিয়েছে এবং এটা পরিকল্পিত। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।দাবি উঠেছে পুলিশ তদন্ত ক্রমে প্রকৃত রহস্য বের করার।
নাশকতার আগুনে সর্বশান্ত এক পরিবার
102
previous post