আগরতলা : রাজধানীর মঠ চৌমুহনীতে আইনজীবী বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার তিন ।উদ্ধার হয়েছে চুরি যাওয়া এক লক্ষাধিক টাকা। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পূর্ব থানার পুলিশ। চুরির ঘটনাটি ঘটে মঙ্গলবারও দুপুরে মঠ চৌমুহনী এক নম্বর রোডে। আইনজীবী বিপ্লব ভট্টাচার্য সহ তারা দুই ভাই বাড়িতে থাকেন। কাজের সূত্রে প্রতিদিনই দুই ভাই বাড়ির বাইরে বেরিয়ে যান। মঙ্গলবার বিকেলে আইনজীবী বিপ্লব ভট্টাচার্য আদালত থেকে বাড়িতে এসে দেখেন উনার ঘরে দরজা ভাঙ্গা। ঘরের ভিতরে ঢুকে তিনি দেখেন সমস্ত কিছুই এলোমেলো অবস্থায় পড়ে আছে। ঘটনা সঙ্গে সঙ্গে পূর্ব থানায় তিনি জানান। পুলিশ ঘটনার তদন্তে নামে এলাকার একটি সিসিটিভি ফুটেজ দেখে রাজধানীর টাউন ইন্দ্রনগর এলাকায় এক ভাড়া বাড়ি থেকে রাহুল দাস নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করে। তার ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এক লক্ষ ৩৬ হাজার টাকার উপর। পরে রাহুল দাসকে জিজ্ঞাসাবাদ চালিয়ে একই এলাকায় ভাড়াঘর থেকে আটক করে বিনয় সাহা ও রাহুল দাস নামে দুই যুবককে। তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পূর্ব থানার পুলিশ। পুলিস আধিকারিক জানান তিনজনের বিরুদ্ধে এর আগেও চুরির মামলা রয়েছে। তারা নেশায় আসক্ত থাকে ।আর ড্রাগসের জন্যই এই চুরির পথ বেছে নিচ্ছে।
আইনজীবীর বাড়িতে চুরি কাণ্ডে গ্রেপ্তার তিনজন
161
previous post