আগরতলা : রাজ্যে কাজ-খাদ্যের অভাব। এসব অভিযোগ এনে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসবের নিন্দা ও ধিক্কার জানিয়ে এবার রাজ্যজুড়ে আন্দোলনে নামার ঘোষণা দিল শাসক দল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানান, ১৮ মে রাজ্যের সব মণ্ডলে হবে প্রতিবাদ বিক্ষোভ মিছিল। পশ্চিমবাংলায় নির্বাচনী প্রচারে যেসব মন্ত্রী- নেতৃত্ব রয়েছেন তারা ছাড়া রাজ্যে যেসব মন্ত্রী- বিধায়ক-প্রদেশ নেতৃত্ব রয়েছেন তারা এতে অংশ নেবেন। তিনি জানান রাজ্যের প্রতিটি মণ্ডলে হবে ধিক্কার মিছিল। প্রদেশ বিজেপি মুখপাত্র অভিযোগ করেন মানুষকে বিভ্রান্ত করার জন্য সিপিএম বিভিন্ন জায়গায় কিছু অপপ্রচার নিয়ে ত্রিপুরাকে বদনাম করার একটা চক্রান্তে লিপ্ত হয়েছে। তিনি বলেন বর্তমান সরকার যে সদর্থক ভূমিকা নিয়ে কাজ করে চলেছেন একে নেতিবাচক দৃষ্টিভঙ্গী থেকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যাচার করছে সিপিএম।এখনও পর্যন্ত সিপিএম দেখাতে পারেনি কোথায় কাজ-খাদ্যের অভাব আছে। তিনি দাবি করেন এটা সিপিএম এর চিরাচরিত স্ক্রিপ্ট।এর বাইরে বেরিয়ে আসতে পারছে না সিপিএম। সুব্রত বাবু দাবি করেন, সিপিএম-র কমরেডদের কাজের অভাব। কারণ মানুষ এদের গণবর্জন করেছেন। মুখপাত্র মানুষের কাছে আহ্বান রাখেন সিপিএম এর বিভ্রান্তিতে পা না দেওয়ার। সিপিএম এর ভিত্তি মিথ্যের উপর নির্মিত।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদার ও মিডিয়া ইনচার্জ সুনিত সরকার।
সিপিএম রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে- সুব্রত
211
previous post