আগরতলা : ড্রাগস বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ও আমতলী থানা। উদ্ধার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, অত্যাধুনিক পিস্তল, বুলেট। শ্রীঘরে এক নেশা ব্যাপারী।বৃহস্পতিবার সকালে গোপন খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিস অভিযান চালায় বি এস এফকে সঙ্গে নিয়ে মতিনগর স্কুল সংলগ্ন এলাকায় সুন্দর আলির বাড়িতে। অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ নেশা সামগ্রী। অভিযানে ৫৯২০০ টি ইয়াবা ট্যাবলেট, ৫০ টি ফেন্সিডিলের বোতল,বাংলাদেশী ২৩৫৫০ টাকা উদ্ধার করে পুলিস। এছাড়া উদ্ধার হয়েছে নেশাকারবারির বাড়ি থেকে একটি অত্যাধুনিক পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তাজা বুলেট।পুলিশ সুন্দর আলীকে গ্রেফতার করেছে।এসব পুলিস ও বি এস এফ আমতলী থানায় নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পশ্চিম জেলার পুলিস সুপার কে কিরণ কুমার। উদ্ধার হওয়া নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক কোটি টাকার উপরে। ধৃত নেশা কারবারিকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। অবৈধ নেশা কারবারিদের হাতে আগ্নেয়াস্ত্র কেন? এর পেছনে কি রহস্য? দাবি উঠেছে পুলিসের সঠিক তদন্তে তা বের করার।
আগ্নেয়াস্ত্র, নেশা সামগ্রী সহ গ্রেপ্তার এক
139
previous post