ত্রিপুরা আগরতলা : ঘূর্ণিঝড় রেমালের জেরে রাজ্যে বিদ্যুৎ দপ্তরের ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি টাকা।বিদ্যুৎ ও কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে রেয়ামালের জেরে। তবে বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের ৮ জেলায়। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা বললেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডাইরেক্টর দেবাশীষ সরকার, ডিজাস্টার ম্যানেজমেন্টের শরৎ দাস সহ অন্যান্যরা।অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের জেরে ব্যাপক ক্ষতি হয়েছে ত্রিপুরায়। প্রচুর গাছপালা ভেঙ্গেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ক্ষতি হয়েছে বিদ্যুতের ব্যাপক। বিদ্যুৎ দপ্তরের সচিব জানান, বিদ্যুৎ লাইন সারাইয়ে ৯ শতাধিক কর্মী মাঠে নেমে কাজ করে চলেছেন। সচিব এদিন আশা ব্যক্ত করেন আজ বৃহস্পতিবারের মধ্যে ৯৫ শতাংশ সারাই হবে। ঘূর্ণিঝড়ে ৮ জেলাতেই ক্ষতি হয়েছে। ৫৫০ কিলো মিটার বিদ্যুৎ পরিবাহী তারের ক্ষতি হয়েছে। এরও প্রায় জায়গায় সংস্কার হয়ে গেছে। তিনি জানান, ৭৩০০ অভিযোগ এসেছে। অনেকটাই সারানো হয়ে গেছে বিদ্যুৎ।ঘূর্ণিঝড় রেমালের জেরে রাজ্যে বিদ্যুৎ দপ্তরের ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি টাকা।বিদ্যুৎ ও কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে রেয়ামালের জেরে।আগরতলা শহরে বিদ্যুতের আন্ডার গ্রাউন্ড ক্যাবল লাইন করার কাজ চলছে ২৩ কিলোমিটার স্মার্ট সিটি প্রকল্পে। বাকিটা বিশেষ পরিকল্পনা নিয়ে করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানালেন বিদ্যুৎ দপ্তরের সচিব।সাংবাদিক সম্মেলনে ডিজাস্টার ম্যানেজমেন্টের স্টেট প্রজেক্ট অফিসার শরত দাস তুলে ধরেন রেমালের জেরে প্রাথমিক ক্ষতির পরিমাণ।
রেমালে বিদ্যুতের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা
125
previous post