ত্রিপুরা আগরতলা : নেশার জন্য চুরির পথ বেছে নিচ্ছে একাংশ যুবক। ফের পশ্চিম থানার পুলিসের হাতে গ্রেপ্তার তিন জন চুরির অভিযোগে। উদ্ধার কয়েক হাজার টাকা সহ বিভিন্ন জিনিস। ৫ জুন আগরতলা লায়ন্স ক্লাবের সামনে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে দেবি দত্ত বোস নামে এক মহিলা ব্যাগ চুরি হয়। মহিলা আগরতলা পশ্চিম থানায় লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন। মহিলার এই অভিযোগ মূলে আগরতলা পশ্চিম থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। অবশেষে শনিবার বামুটিয়া এলাকার রুবেল সরকার, জিবি চানমারি এলাকার প্রীতম দাস এবং কুমারঘাট রেলস্টেশন সংলগ্ন এলাকার স্বপন দেবনাথকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের জোর জিজ্ঞাসাবাদে তিন অভিযুক্ত ঘটনা স্বীকার করেছে বলে জানা গেছে। এই চুরি কান্ডে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে অভিযুক্তদের কাছ থেকে জানা গেছে। পুলিশ তাদের কাছ থেকে নগদ ৫৯৭০ টাকা, হাত ঘড়ি, এটিএম কার্ড সহ আরো বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ জানিয়েছে রবিবার ধৃতদের আদালতে প্রেরণ করা হবে। পুলিশের কাছে ধৃতরা স্বীকারোক্তি দিয়েছে তারা প্রতিনিয়তই মরণব্যাধি নেশা সেবন করে থাকে এবং প্রায় প্রতিনিয়তই নেশার টাকা জোগার করতে এই ধরনের চুরি কান্ড সংঘটিত করে।
তিন চোরকে আটক করলো পুলিস
112
previous post