ত্রিপুরা আগরতলা : এডিসিতে নিয়োগ পরীক্ষার আন্সার কী ফাঁসের ঘটনায় পশ্চিম আগরতলা থানার পুলিস ঘটনার তদন্তে নেমে এক যুবককে আটক করেছে। তার নাম চয়ন সাহা। তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। ১১০ টি পদের জন্য এডিসি থেকে পরীক্ষা নেওয়ার কথা ছিল ৯ জুন। রাজ্যের ৭১ টি কেন্দ্রে পরীক্ষার কথা ছিল। কিন্তু ৮ জুন আন্সার কী ফাঁস হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। এর পরেই নড়ে বসে এডিসি প্রশাসন। নির্দিষ্ট তারিখের পরীক্ষা তারা বাতিল করে। ঘোষণা করে নতুনভাবে পরে পরীক্ষার তারিখ জানানো হবে। ঘটনা জানিয়ে পশ্চিম আগরতলা থানায় মামলাও করা হয় বোর্ডের তরফে। মামলায় অভিযুক্ত করা হয় সুজয় ঘোষ ও চয়ন সাহা নামে দুইজনকে। পুলিস তদন্তে নেমে রবিবার দুপুরে চয়ন সাহাকে গ্রেপ্তার করে।তার বাড়ি রাজধানীর অ্যাডভাইজার চৌমুহনীতে। তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। থানার ওসি জানান, চয়ন সাহার জেরক্সের দোকান রয়েছে। সেখানে নাকি আন্সার কি জেরক্স করা হয়েছিল। প্রাথমিক ধারণা সেখান থেকে ফাঁস হয়েছে। পুলিস ঘটনার তদন্ত করছে।
উত্তর পত্র ফাঁসে গ্রেপ্তার এক
153