ত্রিপুরা আগরতলা : আন্সার কী ফাঁসের সঠিক তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানাল তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন।সোমবার সংগঠনের তরফে এক প্রতিনিধি রাজ্যপালের উদ্দেশ্যে ডেপুটেশন দিয়ে এই দাবি জানান। রাজ্যপালের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন রাজ্যপালের সচিব ইউ কে চাকমা। এদিন তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশনের এক প্রতিনিধি দল রাজভবনে যান। নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি সম্রাট দেববর্মা সহ অন্যরা। তারা দাবি জানিয়েছেন আন্সার কী ফাঁসের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির। উল্লেখ্য তিপ্রা মথা পরিচালিত এডিসি প্রশাসন ক্ষমতায় বসার তিন বছরের মাথায় ১১০পদে লোক নিয়োগের জন্য ৯ জুন লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ফাঁস হয়ে যায় আন্সার কী। তাই পরীক্ষা বাতিল করে দেওয়া হয় নির্দিষ্ট তারিখের।পরে পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করা হয় সংশ্লিষ্ট বোর্ডের তরফে। ঘটনায় ইতিমধ্যে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।
সি বি আই তদন্তের দাবি টি এস এফের
120