ত্রিপুরা আগরতলা : ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে ত্রিপুরায়ও শিশু পাচারের ঘটনা ঘটছে।আজকের শিশু, আগামীদিনের দেশের ভবিষ্যৎ।একথা বললেন শিশু অধিকার সুরক্ষা কমিশনের কমিশনার। শিশুদের সুরক্ষার জন্য সোমবার ফের কর্মশালার আয়োজন করা হয়। এদিন রাজধানীর প্রজ্ঞাভবনে হয় একদিনের কর্মশালা।শিশু পাচার প্রতিরোধ ও প্রতিরোধ- বাল তস্করী সে আজাদী 2.0 নামে একটি সংবেদনশীল কর্মশালা হয় এদিন। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন ও ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের যৌথ উদ্যোগে এই কর্মশালা হয়। এতে রাজ্যের বিভিন্ন স্তরের পুলিস আধিকারিক ও সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন আধিকারিক-কর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন ন্যাশনাল কমিশন পর প্রোডাকশন অফ চাইল্ডস এর রিসোর্সপার্সন এবং কনসালটেন্ট সোনাক্ষী রাধিকা, ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের কমিশনার জয়ন্তী দেববর্মা সহ অন্যরা। সেখানে শিশুদের সুরক্ষায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
শিশু পাচার রোধে পদক্ষেপ
137
previous post