238
ত্রিপুরা আগরতলা : ক্লাবের ৫৩ বছরে এই প্রথম ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত তৃতীয় ডিভিশন খেলবে কৃষ্ণনগর কদমতলী যুবক সংস্থা। মঙ্গলবার ক্লাবের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন সভাপতি ডাঃ সুনীল ধর, সম্পাদক, কোষাধ্যক্ষ সহ অন্যরা। তারা জানান ২২ জনের ফুটবল টিম গঠন করা হয়েছে। প্রথমবার সি ডিভিশন খেলতে যাওয়া কদমতলী যুবক সংস্থার ফুটবলারদের প্রায় এক মাস ধরে প্রশিক্ষণ দিয়ে আসছেন কোচ রাজীব দেববর্মা। স্বামী বিবেকানন্দ ময়দান ও প্রগতি মাঠে চলে প্রশিক্ষণ। বুধবার সবুজ সংঘের বিপক্ষে খেলতে নামবে কৃষ্ণনগর যুবক সংস্থা। ১৯৭১ সালে কৃষ্ণনগর কদমতলী যুবক সংস্থা গঠিত হয়েছিল। বিভিন্ন সামাজিক সহ অন্যান্য কর্মকান্ডের সঙ্গে নিজেদের সারা বছরই জড়িয়ে রাখে তারা।