ত্রিপুরা আগরতলা : খাদ্য, স্বাস্থ্য ও অগ্নিনির্বাপক দপ্তরে চার শতাধিক পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদ্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে একথা জানান খাদ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন তিনি মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা।মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে সুশান্ত চৌধুরী জানান,৬৭ জন অবসরপ্রাপ্ত পুলিস অফিসারকে পুনঃনিয়োগ করা হবে আগরতলা ইমিগ্রেশন সেন্টার, নিশ্চিন্তপুর ও সাব্রুমের আইসিপি-র জন্য। এছাড়া আরও ২০ জন পুলিস অফিসার থাকবেন তাদের সঙ্গে, যারা বর্তমানে চাকরিতে রয়েছেন। মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত জানাতে গিয়ে মন্ত্রী জানান, অগ্নি নির্বাপক দপ্তরে ৪৯ টি পদে সাব-অফিসার নিয়োগ করা হবে। এসব নিয়োগ করা হবে টিপিএসসির মাধ্যমে। তিনি জানান এছাড়া খাদ্য দপ্তরে সাব অফিসার ফুড গ্রুপ-সি পদে নিয়োগ করা ৬ টি পদে জে আর বি টির মাধ্যমে।মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মন্ত্রী আরও জানান,স্বাস্থ্য দপ্তরের অধীনে ১৬ টি মেডিক্যাল অফিসার সুপার স্পেশালিস্ট গ্রেড- থ্রি ও স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার গ্রেড- ফোর পদে ১৭২ টি পদে লোক নিয়োগ করা হবে।এসব নিয়োগে পি আর টি সি বাধ্যতামূলক। এগুলিও টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে। সিদ্ধান্ত হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ২২৬ টি জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারের পদ সৃষ্টি ও পূরণের। এগুলি টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে। তিনি জানান খুব শীঘ্রই দপ্তর থেকে টিপিএসসির কাছে প্রস্তাব পাঠানো হবে।
খাদ্য, স্বাস্থ্য ও অগ্নিনির্বাপক দপ্তরে চার শতাধিক পদে লোক নিয়োগের সিদ্ধান্ত
130