572
ত্রিপুরা আগরতলা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার নয়াদিল্লির নতুন সংসদ ভবনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আনন্দিত। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অবহিত করেন তৃতীয়বার মোদী সরকার গঠন হওয়ায় ত্রিপুরাবাসীর ব্যাপক উৎসাহ সম্পর্কে। বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচী নিয়েও আলোচনা হয়েছে দুইজনের মধ্যে।