ত্রিপুরা আগরতলা : এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচন করার দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করলেন তিপ্রা মথার নেতৃত্ব। বৃহস্পতিবার তিপ্রা মথার তরফে এক প্রতিনিধি দল দেখা করেন নির্বাচন কমিশনারের সঙ্গে। দাবি জানান, এ ডি সির শূন্য দুই আসন ও ভিলেজ কমিটি নির্বাচনের। বৃহস্পতিবার ডেপুটেশনের পর সাংবাদিক সম্মেলনে একথা জানান দলের সভাপতি বিজয় রাংখল। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, রাজেশ্বর দেববর্মা। সাংবাদিক সম্মেলনে সভাপতি জানান সম্প্রতি ভিডিও কনফারেন্সে তাদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক হয়। সেখানে নেওয়া সিদ্ধান্ত মতো এদিনের ডেপুটেশন। তিনি জানান, রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন আগস্টে হবে পঞ্চায়েত নির্বাচন। এর তিন=চার মাসের মধ্যে ভিলেজ কমিটির নির্বাচন সংগঠিত করা হবে। এদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ সম্প্রতি সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন কর্মীদের লড়াইয়ের প্রস্তুতির। এনিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিপ্রা মথার নেতৃত্ব রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ উগরে জানান, সরকার ত্রি=পাক্ষিক চুক্তি মতো কাজ করছে না। সরকারের কাজে তারা যে অসন্তুষ্ট তা এক প্রকার বুঝিয়ে দেন। তবে রাজনৈতিক মহলের মতে, প্রতিটি নির্বাচনের মতো এবারো শাসক দলের উপর চাপ সৃষ্টি করে নিজেদের ফায়দা নিতেই তিপ্রা মথার এই বার্তা।
রাজ্য নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি
135
previous post