ত্রিপুরা আগরতলা : রাজধানীতে মিছিল করে ট্রাফিক সুপারের কাছে স্মারকলিপি পেশ করলো ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ইলেক্ট্রনিক্স রিক্সা শ্রমিক সংঘ। মঙ্গলবার সংগঠনের তরফে দাবি সনদ পেশ করা হয়। ৫ দফা দাবিতে তারা আগরতলা প্যারাডাইস চৌমুহনী থেকে মিছিল বের করে।এডিনগর গিয়ে শেষ হয় মিছিল। পরে ট্রাফিক সুপারের অফিসে স্মারকলিপি জমা দেয়। তাদের দাবির মধ্যে রয়েছে ট্রাফিক কর্মীদের মাধ্যমে ইলেকট্রনিক রিক্সা শ্রমিকদের হয়রানি মূলক ছবি তোলার মাধ্যমে জরিমানার আওতায় আনা বন্ধ করা, যাত্রী ওঠানামার ক্ষেত্রে বটতলা, মোটর স্ট্যান্ড, রাধানগর, প্রতিটি পয়েন্টে নির্দিষ্ট সময় দেওয়া, আগরতলা শহর এবং শহরতলীতে যাত্রী ওঠা নামার জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করে দেওয়া,যতদিন পর্যন্ত পরিবহন দপ্তর কর্তৃক ফিটনেস এর জরিমানা মকুব না হচ্ছে ততদিন পর্যন্ত ইলেকট্রনিক গাড়িকে জরিমানা না করা। দ্রুত দাবি গুলি পূরণের আহ্বান জানান তারা।
ট্রাফিক সুপারের কাছে ই-রিক্সা শ্রমিক সংঘের স্মারকলিপি
170