আগরতলা : সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চয় দেওয়া হবে। সাংবাদিকদের সঙ্গে কোন ঘটনা হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজধানীর মঠ চৌমুহনীতে রবিবার মাঝরাতে আক্রান্ত হন ৪-৫ জন সাংবাদিক। অভিযোগ শাসক দলের যুব সংগঠনের নামধারী দুর্বৃত্তরা এই ঘটনার সঙ্গে যুক্ত। দোষীদের গ্রেপ্তার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে সোমবার সাংবাদিকদের বিভিন্ন সংগঠন পুলিস সদরে ডেপুটেশন দেন। পুলিস ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে। ঘটনা নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা বন্ধুরা সারাক্ষণ পরিশ্রম করেন।রাত্রি বেলা কাজ করে বাড়িতে ফেরেন। কিন্তু ঘটনা যখন ঘটে যায় দেখতে হবে অ্যাকশন নেওয়া হচ্ছে কিনা। এখন তো ঘটনা ঘটার পরে জানার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়। পূজার চাঁদার জুলুম নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী বলেন, তেলিয়ামুড়া ও কুমারঘাটে যানবাহন আটকে চাঁদার জুলুমবাজির অভিযোগ আসার সঙ্গে সঙ্গে পুলিস সুপারদের বলা হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার করার। সে যেই হোক না কেন। চাঁদার জুলুমবাজি যে বরদাস্ত করা হবে তা ফের পূজা উদ্যোক্তাদের বার্তা দিয়ে রাখেন মুখ্যমন্ত্রী।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চয় দেওয়া হবে–মুখ্যমন্ত্রী
268
previous post