63
আগরতলা : বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে। সম্প্রতি শেখা হাসিনা সরকারের পতনের পর এই আক্রমণ নতুন করে শুরু হয়েছে। এতে উদ্বিগ্ন ত্রিপুরার বিভিন্ন সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ বন্ধের দাবি জানিয়ে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কাছে ডেপুটেশন। মঙ্গলবার জম্পুইজলা সোস্যাল ডেভেলপমেন্ট সোসাইটি সহ দুটি সংগঠন যৌথ ভাবে ডেপুটেশন দেয়। তারা দাবি জানায় সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে সে দেশের সরকার যাতে পদক্ষেপ নেয়। প্রতিনিধি দলে ছিলেন দুটি সংগঠনের নেতৃত্ব খলিল মিয়া, মহম্মদ আমির হুসাইন সহ অন্যরা। দুই সংগঠনের এক প্রতিনিধি দল দেখা করেন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের সঙ্গে।