আগরতলা : রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে একটা জাগরণ তৈরি হয়েছে। উৎসবের মেজাজে ত্রিপুরা রাজ্যে রক্তদান শিবির হয়ে থাকে। আগরতলা গান্ধীঘাট বিবেকানন্দ ব্যায়ামাগারে রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আশ্বাস দেন বিবেকানন্দ ব্যায়ামাগার উন্নয়নের দিকে নজর দেবেন বলে আশ্বাস দেন।শনিবার রাজধানীর বিবেকানন্দ ব্যায়ামাগার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নিয়েছে এই সংস্থা। শনিবার রক্তদান শিবিরের আয়োজন করে বিবেকানন্দ ব্যায়ামাগার। রক্তদান শিবিরের সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা। উদ্বোধনি অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন।
বিবেকানন্দ ব্যায়ামাগারের ৭৫ বর্ষপূর্তিতে রক্তদান শিবির
106