72
আগরতলা : সুষ্ঠু-শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। এবছর সার্বজনীন দুর্গা পূজাকে কেন্দ্র করে রাজ্যের কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রবিবার প্রতিক্রিয়ায় একথা জানান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার কে। তিনি আরও জানান এবার দুই হাজারের বেশি আরক্ষা কর্মী পশ্চিম জেলায় মোতায়েন ছিল নিরাপত্তার কাজে। পুলিশ অফিসাররা দিনরাত পরিশ্রম করেছেন। মায়ের গমন কার্নিভ্যালকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান পুলিস সুপার। মায়ের গমন কার্নিভালও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে বলে আশাব্যক্ত করেন পুলিস সুপার।