আগরতলা : চারদিন ব্যাপী জাতীয় নাট্য উৎসবের আয়োজন করতে যাচ্ছে সুর পঞ্চম নাট্য সংস্থা। এবছর থেকে দ্বি-বার্ষিক জাতীয় নাট্য উৎসব শুরু করতে যাচ্ছে সুর পঞ্চম। চলতি মাসের ১০ তারিখ শুরু হবে এই উৎসব। শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানান সংস্থার কর্মকর্তারা। সম্পাদক পার্থ কর্মকার জানান ৪ দিন ব্যাপী নাট্য উৎসব চলবে ১৩ তারিখ পর্যন্ত। পশ্চিমবাংলা, আসাম ও ত্রিপুরার ৭ টি দল অংশ নেবে। প্রতিদিন বিকাল সাড়ে পাঁচটা থেকে এই নাটক শুরু হবে। দুটি করে নাটক মঞ্চস্থ করা হবে প্রতিদিন। তিনি আরও জানান প্রথম মঞ্চস্থ হবে সুর পঞ্চমের নাটক কুরুক্ষেত্রের হোক সমাপন। এই উৎসবে একজন বরিষ্ঠ নাট্যশিল্পীকে মাসিক সাম্মানিক দেওয়া হবে। প্রথম সকলের জন্য উন্মুক্ত থাকলেও উৎসবের শেষ তিনদিন প্রবেশ মূল্য লাগবে। ১০ তারিখ সন্ধ্যা ছয়টায় রবীন্দ্র ভবনে এই জাতীয় নাট্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় এর আগরতলা শাখার অধিকর্তা বিপ্লব বরকাকুতি সহ অন্যান্যরা।
সুর পঞ্চমের নাট্য উৎসবে মঞ্চস্থ হবে রাজ্য ও বহিঃরাজ্যের ৭ টি নাটক
56
previous post