73
- আগরতলা : শাশুড়ি- স্ত্রী খুনে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানালেন এলাকাবাসী ও স্থানীয়য় লোকজন। তারা সোমবার আদালত চত্বরে এসে বিক্ষোভ দেখায়।১৩ অক্টোবর আমতলি থানার অন্তর্গত ওএনজিসি নেতাজীনগর এলাকায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করে সমরজিৎ চৌধুরী নামে এক ব্যক্তি। পুলিশ রিমান্ড শেষে সোমবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করে পুলিশ। এদিন মৃত তনুশ্রী চৌধুরীর বোন মা ও বোনের হত্যাকারির ফাঁসির দাবিতে এলাকাবাসিকে নিয়ে আদালত চত্বরে আসেন। মৃত তনুশ্রী চৌধুরীর বোনের অভিযোগ তনুশ্রীকে স্বামীর বাড়িতে স্বামী সমরজিৎ চৌধুরী শারীরিক ও মানসিক নির্যাতন করতো। তাই তনুশ্রী বাধ্য হয়ে মায়ের কাছে আশ্রয় নেয়। কিন্তু ১৩ অক্টোবর সমরজিৎ চৌধুরী শ্বশুর বাড়িতে এসে তনুশ্রী ও তার মাকে কুপিয়ে হত্যা করেছে। তাই তিনি অভিযুক্ত সমরজিৎ চৌধুরীর ফাঁসির দাবি জানান তারা।