আগরতলা : নেশার বিরুদ্ধে সাব্রুম থেকে ধর্মনগর নমোঃ যুবা বাইক যাত্রা করার সিদ্ধান্ত নিল ভারতীয় জনতা যুব মোর্চা।রাজ্যজুড়ে নমোঃ যুবা যাত্রা শুরু করতে যাচ্ছে ভারতীয় জনতা যুব মোর্চা। ২০ নভেম্বর সাব্রুমের মৈত্রী সেতু থেকে শুরু হবে এই বাইক যাত্রা। এর সূচনা করবেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ও সংগঠনের রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান যুব মোর্চার রাজ্য নেতৃত্ব রানা ঘোষ। তিনি জানান ৭ দিনের এই বাইক যাত্রা ৫৫ টি মণ্ডল ১০ টি সাংগঠনিক জেলা পরিক্রমা করবে। প্রায় ৫৬৮ কিলোমিটার পথ অতিক্রম করবে নমোঃ যুবা যাত্রা। তিনি আরও জানান, সাব্রুম থেকে শুরু হয়ে বাইক যাত্রা বিভিন্ন মণ্ডল ছুঁয়ে চুরাইবাড়ি হয়ে ২৬ নভেম্বর ধর্মনগর যাবে। সংগঠনের নেতৃত্ব জানান এই বাইক যাত্রায় থাকবে স্বচ্ছ ভারত অভিযান, কলেজের পড়ুয়াদের সঙ্গে আলোচনা সহ বিভিন্ন কর্মসূচী। এদিন সাংবাদিক সম্মেলনে নমোঃ যুবা বাইক যাত্রার লোগোও প্রকাশ করেন যুব মোর্চার রাজ্য নেতৃত্ব। তারা বলেন, এই বাইক যাত্রা সম্পূর্ণ রূপে সামাজিক কর্মসূচী। তাদের এই বাইক যাত্রার উদ্দেশ্য, নেশা মুক্ত রাজ্য গড়ে তোলা। সুশাসনের সরকার চলছে রাজ্যে। এই বার্তা রাজ্যে পৌঁছে দেওয়াই লক্ষ্য। এদিকে যুবা বাইক যাত্রার সমাপ্তি হবে ধর্মনগরে ২৭ নভেম্বর।
নেশার বিরুদ্ধে রাজ্যজুড়ে নমোঃ যুবা বাইক যাত্রা করার ঘোষণা শাসক দলের যুব সংগঠনের
99
previous post