39
আগরতলা : সাংগঠনিক নিয়ম অনুযায়ী সদস্যপদ সংগ্রহে নামলো সারা ভারত কৃষকসভা। শুক্রবার রাজধানীর জিবি বাজার ও ইন্দ্রনগর এলাকায় সদস্য পদ সংগ্রহ অভিযান করেন সারা ভারত কৃষক সভার সদস্যরা। এদিনের সদস্যপদ সংগ্রহ অভিযানে ছিলেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর, সদস্য রতন দাস সহ অন্যান্যরা। এদিন তারা বাড়ি বাড়ি গিয়ে সদস্য পদ সংগ্রহ করেন। সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর জানান সদস্য পদ সংগ্রহ অভিযানে মানুষের কাছ থেকে ব্যাপক সারা পাচ্ছেন। সমগ্র রাজ্য জুড়ে এই সদস্য পদ সংগ্রহ অভিযান চলছে। গোটা নভেম্বর মাস এই সদস্য পদ সংগ্রহ অভিযান চলবে বলে জানান তিনি।বিগত বছরের তুলনায় এবছর সদস্য সংগ্রহ বাড়বে বলে আশা তাদের।