আগরতলা : মর্মান্তিক ঘটনা। অসাবধানতাবশত নিজ বাড়িতে নির্মীয়মাণ শৌচালয়ের ট্যাঙ্কে পড়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা শুক্রবার রাজধানীর আড়ালিয়া লোকনাথ আশ্রম এলাকায়। মৃত ব্যক্তির নাম অজিত বরণ দাস। স্থানীয় এক ব্যক্তি জানান অজিত বরণ দাসের বাড়িতে পাকা শৌচালয় নির্মাণ করা হচ্ছে। এদিন বাড়ির মালিক মাটি নিয়ে রাস্তার পাশে ফেলছিলেন। সেই সময় বিশ্রাম নেওয়ার জন্য নির্মীয়মাণ শৌচালয়ের ট্যাঙ্কের পাশে যান। তখনই ঘটে বিপত্তি। নির্মীয়মাণ শৌচালয়ের ট্যাঙ্কে পড়ে যান অজিত বরণ দাস। বেশকিছু সময় বাদে বাড়ির লোকজন ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার শুরু করে। ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। নির্মীয়মাণ শৌচালয়ের ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় অজিত বরণ দাসকে। কিন্তু ততক্ষণে অজিত বরণ দাস মৃত্যুর কোলে ঢলে পড়েন।দমকল বাহিনীর কর্মীরা অজিত বরণ দাসের মৃতদেহ জিবি হাসপাতালে নিয়ে যায়।
রাজধানীতে নিজ বাড়িতে নির্মীয়মাণ শৌচালয়ের ট্যাঙ্কে পড়ে মৃত্যু এক ব্যক্তির
79
previous post