আগরতলা : দালালের মাধ্যমে ভারতে অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত। ফের এক বাংলাদেশী নাগরিক জিআরপির হাতে আটক। গ্রেপ্তার করা হয়েছে এক ভারতীয় দালালকে।শুক্রবার তাদেরকে আটক করে আগরতলা জিআরপি থানার পুলিশ রেল স্টেশন থেকে। আগরতলা জিআরপি থানার ওসি জানান আরপিএফ, বিএসএফ ও আগরতলা জিআরপি থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে দুই জনকে আটক করে। তাদের মধ্যে এক জন মহিলা ও এক জন পুরুষ। ধৃত বাংলাদেশী নাগরিকের বাড়ি কুমিল্লায়। ধৃতদের কাছে বৈধ কোন কাগজ পত্র নেই। তাই তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি। তিনি আরও জানান এই অভিযানে দুইটি ব্যাগে ১৯ কেজি গাঁজা উদ্ধার হয়। তবে কাউকে আটক করা যায় নি। ব্যাগ দুইটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানান তিনি।জি আর পি থানার পুলিস দুটি ঘটনার তদন্ত করছে।
ভারতীয় দালাল সহ বাংলাদেশী নাগরিক আটক
33
previous post