আগরতলা : রাজধানীর গোয়ালাবস্তীর কৈলাস রাই মৃত্যু কাণ্ড নিয়ে রাজনৈতিক পারদ ক্রমেই চড়ছে। এই ব্যক্তির মৃত্যু নিয়ে সরকারকে নিশানা করছে বিরোধীরা। মঙ্গলবার প্রয়াত কৈলাস রায়ের বাড়িতে যান বিরোধী দুই দলের নেতৃত্ব আলাদা আলাদা ভাবে। কথা বলেন পরিজনদের সঙ্গে। এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা যান মৃত ব্যক্তির বাড়িতে। তারা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন গ্রামবাসীর অভিযোগ পুলিস কিছু মাফিয়া লালন পালন করছে গোয়ালাবস্তী এলাকায়। সেখান থেকে হাপ্তা নেয় পুলিস।এদিকে বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী অভিযোগ করেন, শারীরিক-মানসিক নির্যাতন চালানো হয়েছে কৈলাস রায়ের উপর। এই রাজ্যে দিন দুপুরও এখন অমাবস্যার রাতের চেয়েও কালো হয়ে গেছে। এর পেছনে যারা যুক্ত তাদের শাস্তি পেতে হবে।এরা শাস্তি না পেলে রাজ্যে কেউ নিরাপদ থাকবে না। উল্লেখ্য সম্প্রতি বিশালগড় কেন্দ্রীয় কারাগারে রাজধানীর গোয়ালাবস্তি এলাকার কৈলাস রাই নামে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। অভিযোগ মৃত ব্যক্তি নিরপরাধ ছিলেন।